ছাহিবুর রিদ্বওয়ান, আয়ায্যু উম্মাতিন নাবিয়্যি, আ’দালু উম্মাতিন নাবিয়্যি, ছাহিবুত্ তাক্বওয়া, মাহবুবুল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা, ইমাম- রাজারবাগ শরীফ-এর হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর নাম মুবারকের পূর্বে ব্যবহৃত লক্বব বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-৭৪

সংখ্যা: ১৮০তম সংখ্যা | বিভাগ:

-হযরত মাওলানা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম

‘মুহ্ইস সুন্নাহ’ লক্বব মুবারক প্রসঙ্গেঃ

আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু

আলাইহি ওয়া সাল্লাম-এর টুপি মুবারকের বর্ণনাঃ

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আযম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী বলেন- “আল্লাহ পাক-এর হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণের টুপি মুবারক ছিল গোল, সাদা, সুতি কাপড়ের ও চার টুকরা বিশিষ্ট। যা সবদিক দিয়ে মাথার সাথে লেগে থাকতো। আর এ ধরনের টুপিই মূলতঃ খাছ সুন্নতী টুপি।”

এ প্রসঙ্গে হাদীছ শরীফ-এ বর্ণিত আছে,

عَنْ اِبْنِ عُمَرَ رَضِىَ اللهُ تَعَالى عَنْهُ قَالَ كَـانَ رَسُوْلُ الله صلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ يلبس القلنسوة البيضاء

অর্থঃ “হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাদা রংয়ের টুপি মুবারক পরিধান করতেন।” (আল মুখতাছারুল ওফা, মিরকাতুল মাফাতীহ, আত্ তিব্রানী)

عن ابى هريرة رضى الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم قلنسوة بيضاء شامية

অর্থঃ “হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, আমি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মাথা মুবারকে শাম দেশীয় সাদা রংয়ের টুপি দেখেছি।” (আল মুখতাছারুল ওফা)

عن عائشة رضى الله تعالى عنها كانت له كمة  بيضاء

অর্থঃ “হযরত আয়িশা ছিদ্দীক্বা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা হতে বর্ণিত- সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর টুপি মুবারক ছিল সাদা, গোল।” (আদ্ দিমিয়াত্বী, মাওয়াহিবুল লাদুন্নিয়া লিল্ কুস্তলানী, শরহে মাওয়াহেব লিয্ যুরকানী, তাহ্ক্বীকুল মাসায়িল)

عن ابى كبشة رضى الله تعالى عنه قال  كان كمام اصحاب رسول الله صلى الله عليه وسلم بطحا.

অর্থঃ “হযরত আবু কাব্শা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণের টুপি মুবারক ছিল গোল, যা ভালরূপে মাথার সাথে লেগে থাকতো।” (তিরমিযী, মিশকাত, তোহ্ফাতুল আহ্ওয়াযী ৫ম জিঃ ৫৭৯ পৃষ্ঠা, মিরকাতুল মাফাতীহ্ ৮ম জিঃ ২৪৬ পৃষ্ঠা, শরহুত্ ত্বীবী ৮ম জিঃ ২১৫ পৃষ্ঠা, আত্ তালীকুছ্ ছবীহ ৪র্থ জিঃ ৩৮৬ পৃষ্ঠা, আশয়াতুল লুময়াত ৩য় জিঃ ৫৪৩ পৃষ্ঠা, মুযাহিরে হক্ব ৩য় জিঃ ৫৩৩ পৃষ্ঠা, মিরআতুল মানাজীহ্ ৬ষ্ঠ জি ১০২ পৃষ্ঠা)

“হযরত হাজী শরীফ জিন্দানী রহমতুল্লাহি আলাইহি বলেন, হে উসমান হারূনী রহমতুল্লাহি আলাইহি! যখন আপনি চার টুকরা বিশিষ্ট টুপি মাথায় পরিধান করেছে, তখন আপনার জন্য তার হক আদায় করা আবশ্যক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন চার টুকরা বিশিষ্ট টুপি পরিধান করেন, তখন দারিদ্রতা ও উপবাসকে গ্রহণ করেন। তারপর হযরত আলী র্কারামাল্লাহু ওয়াজহাহু রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু চার টুকরা বিশিষ্ট টুপি পরিধান করেন এবং দারিদ্রতা ও উপবাসকে নিজের জন্য জরুরী করে নেন।

এরূপভাবে পর্যায়ক্রমে চার টুকরা বিশিষ্ট টুপি আমার নিকট পৌঁছে।” (আনীসুল আরওয়াহ, মাজমুয়ায়ে মাল্ফুযাতে খাজাগানে চিশ্ত- ১ম বাব, পৃষ্ঠা ১০-১১, ফাওয়ায়িদুস সালিকীন-১ম মজলিশ ১০৬ পৃষ্ঠা, দলীলুল আরিফীন-১ম মজলিশ ৪৭ পৃষ্ঠা, রাহাতুল মুহিববীন- ৪র্থ মজলিশ ৩২০ পৃষ্ঠা) 

ছাহিবুর রিদ্বওয়ান, আয়ায্যু উম্মাতিন নাবিয়্যি, আ’দালু উম্মাতিন নাবিয়্যি, ছাহিবুত্ তাক্বওয়া, মাহবুবুল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা, ইমাম- রাজারবাগ শরীফ-এর হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর নাম মুবারকের পূর্বে ব্যবহৃত লক্বব বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-৭২

রাজারবাগ শরীফ-এর হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর নাম মুবারকের পূর্বে ব্যবহৃত লক্বব বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-৭৩

মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাওলানা রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নাম মুবারক উনার পূর্বে ব্যবহৃত “মুহইস সুন্নাহ” লক্বব মুবারক বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-১৮৯

ছাহিবুর রিদ্বওয়ান, আয়ায্যু উম্মাতিন নাবিয়্যি, আ’দালু উম্মাতিন নাবিয়্যি, ছাহিবুত্ তাক্বওয়া, মাহবুবুল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম- রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর নাম মুবারকের পূর্বে ব্যবহৃত লক্বব বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-৭৫

ছাহিবুর রিদ্বওয়ান, আয়ায্যু উম্মাতিন নাবিয়্যি, আ’দালু উম্মাতিন নাবিয়্যি, ছাহিবুত্ তাক্বওয়া, মাহবুবুল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম- রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর নাম মুবারকের পূর্বে ব্যবহৃত লক্বব বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-৭৬