সম্মানিত মুহররমুল হারাম শরীফ এবং সম্মানিত ছফর শরীফ মাস ও উনাদের প্রাসঙ্গিক আলোচনা

সংখ্যা: ২৯৭তম সংখ্যা | বিভাগ:

হিজরী সনের প্রথম মাস হচ্ছে সম্মানিত মুহররমুল হারাম শরীফ এবং দ্বিতীয় মাস হচ্ছে সম্মানিত ছফর শরীফ। সম্মানিত মাস দু’টি ফযীলতপূর্ণ হওয়ার ক্ষেত্রে মূল কারণ হচ্ছেন মহান আল্লাহ পাক উনার হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের প্রকাশিত ও সংঘটিত শান মুবারক সমূহের সাথে সংযুক্ত। যা সর্বশ্রেষ্ঠ আইয়্যামুল্লাহ শরীফ উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!

কাজেই, উম্মতের জন্য অপরিহার্য কর্তব্য হচ্ছে, উক্ত পবিত্র আইয়্যামুল্লাহ শরীফ সমূহ পালন করা আর সে লক্ষ্যেই আলোচ্য প্রবন্ধে উল্লেখিত মাসসমূহে প্রকাশিত পবিত্র আইয়্যামুল্লাহ শরীফ সমূহ উল্লেখ করা হলো।

মাহে মুহররমুল হারাম শরীফ:

১ মুহররমুল হারাম: খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার খিলাফত মুবারক গ্রহণ দিবস।

২ মুহররমুল হারাম: সাইয়্যিদুনা হযরত আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

৫ মুহররমুল হারাম: *সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ্ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। *আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মু উম্মিল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

৭ মুহররমুল হারাম: আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্রতম বিলাদতী শান মুবারক উনার আ’দাদ শরীফ।

৮ মুহররমুল হারাম: বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

১০ মুহররমুল হারাম: * সিবতু রসূল আল খ¦মিস সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস।

* পবিত্র আশূরা শরীফ দিবস।

১২ মুহররমুল হারাম শরীফ: পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ। এদিন কোটি কোটি কণ্ঠে পবিত্র মীলাদ শরীফ পাঠ ও পবিত্র তাবারুক বিতরণ করা হয়। তাছাড়া এখন থেকে বিশেষ ইন্তেজামে অনুষ্ঠিত ৯০ দিন ব্যাপী পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল ১২ই মুহররমুল হারাম শরীফ থেকে শুরু হবে এবং শেষ হবে ১২ই রবীউছ ছানী শরীফ। সুবহানাল্লাহ!

১৬ মুহররমুল হারাম: সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

২২ মুহররমুল হারাম: ঐতিহাসিক ইয়াওমুল ফীল বা হস্তিবাহিনী ধ্বংস দিবস।

২৫ মুহররমুল হারাম: * নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত নিসবাতুল আযীমাহ শরীফ দিবস।    * সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাদিসাহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। * সাইয়্যিদুনা হযরত ইমামুর রবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস।

* হযরত আবূ বকর ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

২৬ মুহররমুল হারাম: সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূল আছ ছানী আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

মাহে ছফর শরীফ:

৩ ছফর: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল হাদিয়াহ আশার আলাইহাস সালাম উনার মহাসম্মানিত নিসবাতুল আযীমাহ শরীফ দিবস।

৫ ছফর: সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

৭ ছফর: * সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

* আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্রতম বিলাদতী শান মুবারক উনার আ’দাদ শরীফ।

১২ ছফর শরীফ: * পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ। এদিন কোটি কোটি কণ্ঠে মীলাদ শরীফ পাঠ ও পবিত্র তাবারুক বিতরণ করা হয়।

* সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বাআহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

২৪ ছফর: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার মহাসম্মানিত নিসবাতুল আযীমাহ শরীফ দিবস।

২৭ ছফর: সাইয়্যিদাতুনা হযরত সিবত্বতু রসূল আল ঊলা আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

২৮ ছফর: * সিবতু রসূল আর রবি’ সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। *সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক মুবারক প্রকাশ দিবস।

* হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

* পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ। অর্থাৎ ছফর শরীফ মাসের শেষ ইয়াওমুল আরবিয়া (বুধবার): এই মহিমান্বিত আইয়্যামুল্লাহ শরীফ তারিখ হিসেবে নয় বরং দিন বা বার হিসেবে নিধার্রণ করা হয়েছে। কারণ হচ্ছে, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ পালন করেছিলেন ৩০শে ছফর শরীফ। কিন্তু প্রতিটি বা প্রতি বছর ছফর শরীফ মাস ৩০ দিনে হবে তা নয়, ২৯ দিনেও হয়ে থাকে। আর ২৯ দিনে হলে উক্ত আইয়্যামুল্লাহ শরীফ পালন করা সম্ভব হবে না। সেজন্য অনুসরণীয় ইমামগণ উক্ত আইয়্যামুল্লাহ শরীফ দিন বা বার হিসেবে নিধার্রণ করেছেন।

অতএব, প্রত্যেক উম্মতের দায়িত্ব কর্তব্য হচ্ছে, উক্ত বিশেষ দিনসমূহ পালন করা। কেননা উক্ত বিশেষ দিনসমূহ পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে বর্ণিত ‘আইয়্যামুল্লাহ’ শরীফ হিসেবে পরিগণিত। সুবহানাল্লাহ! উক্ত দিনসমূহ পালন করার মধ্যে নিদর্শনাবলী রয়েছে অর্থাৎ রহমত, বরকত, নিয়ামত, নাজাত, নিছবত, কুরবত, মহব্বত, মা’রিফাত, সন্তুষ্টি মুবারক নিহিত রয়েছে। সুবহানাল্লাহ!

সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূর, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস ও উনার প্রাসঙ্গিক আলোচনা

সম্মানিত শাওওয়াল শরীফ, সম্মানিত যিলক্বদ শরীফ ও সম্মানিত যিলহজ্জ শরীফ মাস এবং প্রাসঙ্গিক আলোচনা

মাহে রজব ও তার প্রাসঙ্গিক আলোচনা

মাহে শা’বান ও তার প্রাসঙ্গিক আলোচনা

সম্মানিত রজবুল হারাম শরীফ, সম্মানিত শা’বান শরীফ ও সম্মানিত রমাদ্বান শরীফ মাস এবং প্রাসঙ্গিক আলোচনা