ক্বায়িম মাক্বামে আবূ রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাখ্দূমুল কায়িনাত, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মহাসম্মানিত হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম  উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-২৩৭

সংখ্যা: ২৯৭তম সংখ্যা | বিভাগ:

পূর্ব প্রকাশিতের পর

মুবারক জীবন সায়াহ্নে এসে সার্বিক ক্ষেত্রে ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মামদূহ মুর্শিদ ক্বিবলা কা’বা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার অতুলনীয় কামিয়াবী প্রত্যক্ষ করে সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম

তিনি পরম ইতমিনান

অর্থাৎ, সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, মাশুকে মাওলা হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম তত্ত্বাবধানেই সুসম্পন্ন হয়েছেন। সুবহানাল্লাহ!

সূক্ষ¥দর্শী মাহবূব ওলীআল্লাহগণ উনারা  দায়িমীভাবে মহান আল্লাহ পাক এবং উনার মহাসম্মানিত হাবীব, মহাপবিত্র মাহবূব নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সঙ্গে অবিচ্ছিন্ন নিগূঢ় তায়াল্লুক-নিসবত-কুরবতে-দীদারে মশগুল থাকেন এবং উনাদেরই মুবারক তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকেন। মুবারক এই যোগসূত্র ও বন্ধনের ক্ষেত্রে কখনো যদি উনাদের অনিচ্ছা ও অজ্ঞাতে সামান্যতম ব্যতিক্রম কোনো কিছু সংঘটিত হয়, তা মহান আল্লাহ পাক এবং উনার মহাসম্মানিত হাবীব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, আকরামুল আউওয়ালীন ওয়াল আখিরীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা গভীরতম তায়াল্লুক-নিসবত কুরবত এবং নৈকট্য সান্নিধ্যের কারণে সংঘটিত ত্রুটি সংশোধন করে দেন এবং উনাদের মর্যাদা ও মাক্বাম-এর পরিবৃদ্ধি ঘটিয়ে থাকেন। সুবহানাল্লাহ।

আফযালুল আউলিয়া, ক্বইয়্যূমে আউওয়াল, মুজাদ্দিদে আলফেছানী রহমতুল্লাহি আলাইহি উনার অনিচ্ছা সত্ত্বেও বেখেয়ালে মহান আল্লাহ পাক উনার হিকমত হেতু ইস্তিঞ্জাখানায় প্রবেশ করতে উনার বাম পা-এর পরিবর্তে ডান পা আগে ঢুকে যায়। এ অবস্থায় উনার প্রতি মহান আল্লাহ পাক উনার তরফ থেকে ইলহাম হয়: “হে মুজাদ্দিদে আলফেছানী রহমতুল্লাহি আলাইহি! আপনি আমার এবং আমার মহাসম্মানিত মহাপবিত্র মাহবূব হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুগভীর তায়াল্লুক-নিসবত-কুরবতে দায়িমীভাবে মশগুল থাকা সত্ত্বেও আপনার দ্বারা একখানা মুস্তাহাব আমলের খিলাফ কাজ সংঘটিত হলো। আমলটি মুস্তাহাব হওয়া সত্ত্বেও আপনার ক্ষেত্রে এটি মুস্তাহাবের চাইতেও অধিক গুরুত্বপূর্ণ।” সুবহানাল্লাহ!

প্রাপ্ত ইলহামের প্রেক্ষিতে হযরত মুজাদ্দিদে আলফেছানী রহমতুল্লাহি আলাইহি তিনি সীমাহীন তওবা-ইস্তিগফার করেন এবং অধিক ইবাদত-বন্দেগীতে মশগুল হয়ে পড়েন। মুবারক এই ঘটনায় প্রমাণিত হয় যে, আখাছছুল খাছ নৈকট্যধন্য সূক্ষ্মদর্শী ওলীআল্লাহ উনাদের শান-মান, মর্যাদা-মাক্বাম কতো সীমাহীন উচ্চতায় সংস্থাপিত!

এই ঘটনার মাধ্যমে মহান আল্লাহ পাক তিনি বান্দা-বান্দী সকলকে শিক্ষা দিলেন যে, যিনি নৈকট্যধন্য মাহবূব ওলীআল্লাহ হবেন উনারা দ্বারা মুস্তাহাব আমলের খিলাফ কোনো কাজ ও আমলও সংঘটিত হওয়া অবাঞ্ছনীয়। অনিচ্ছা ও অজান্তে সংঘটিত হলেও মহান আল্লাহ পাক এবং মহাসম্মানিত মহাপবিত্র মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা সংশোধনের মাধ্যমে সংশ্লিষ্ট ওলীআল্লাহ উনার সঙ্গে সম্পর্ক নবায়ন করে নেন এবং উনার শান-মান, মর্যাদা ও মাক্বামের পরিধি বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ! (চলবে)

ক্বায়িম মাক্বামে আবূ রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাখ্দূমুল কায়িনাত, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মহাসম্মানিত হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম  উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-২৩৮

উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আমাদের- মহাসম্মানিত হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম মুবারক সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-৮৮

ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইউস সুন্নাহ ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি-৮৪ (বিলাদাত শরীফ- ৮০ হিজরী, বিছাল শরীফ- ১৫০ হিজরী) ইমাম আবূ ইউসূফ রহমতুল্লাহি আলাইহি উনার প্রতি সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার

সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদুয যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি-৬৭ (বিলাদত শরীফ ৫৩৬ হিজরী, বিছাল শরীফ ৬৩৩ হিজরী)

উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আমাদের- মহাসম্মানিত হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম মুবারক সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-৮৭