ছাহিবাতু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম  উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ই’জায শরীফ

সংখ্যা: ২৯৮তম সংখ্যা | বিভাগ:

খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার বিষয়গুলো মহাপবিত্র কুদরত মুবারক উনার অন্তার্ভূক্ত। সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন  নূরে মুজাসসাম হাবীবুল্লাহ  হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংশ্লিষ্ট প্রতিটি বিষয় হচ্ছেন মহাপবিত্র মহাসম্মানিত মু’যিযা শরীফ। মু’যিযা শরীফ ব্যতীত তো সৃষ্টি জগৎ অক্ষম। আর মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের বিষয়গুলি ‘পবিত্র ইজায শরীফ’।

হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের দয়া দান ইহসান মুবারক অর্থাৎ উনাদের মহাপবিত্র ইজায শরীফ’ উনার মাধ্যমেই আসমান-জমিন নিরাপত্তা লাভ করছে, রহমত-বরকত-সাকিনা লাভ করছে। মহাপবিত্র ই’জায শরীফ’ ব্যতীত এক মুহুর্তও কায়িনাত স্থায়ী হবে না।

মহাসম্মানিত সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি মহাপবিত্র মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্যতম। উনারই আখাছছুল খাছ বিশেষ শান মুবারক সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। ইনশাআল্লাহ!

 (১২) চট্টগ্রামের একজন পীরবোনের বিয়ের আগ থেকেই কানে ব্যথা ছিল। মাঝে মাঝে উনার কানে খুব ব্যথা অনুভব হতো এবং পুঁজ বের হতো, এতে উনার খুব কষ্ট হতো। একদিন হঠাৎ করে উনার কানে প্রচন্ড ব্যথা হচ্ছিল। তিনি ডাক্তারের কাছে যান। ডাক্তার বলে, “আপনার কানের পর্দা নেই। অপারেশনের মাধ্যমে কানের পর্দা লাগাতে হবে”- এ কথা শুনে উনার খুব খারাপ লাগায় তিনি কান্নাকাটি করতে থাকেন এবং তখনই পবিত্র দরবার শরীফে যেতে চান। কিন্তু বিষয়টি উক্ত পীরবোনের আহালকে জানালে উনার আহাল কোনো কর্নপাত করেননি। অতঃপর তিনি দরবার শরীফে যোগাযোগ করে অপারেশনের জন্য দোয়া চান কিন্তু সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি এ ব্যপারে কিছুই বলেন নি। পরবর্তীতে উক্ত পীরবোন কানের অপারেশন করান। কিন্তু অপারেশনের পরও উনার কানের অবস্থা আগের মতই থাকে, কোন উন্নতি দেখা যায়না। আগের মতই উনার কানে ব্যথা থাকে, পুঁজ, পানি পড়তে থাকে। এরপর তিনি পবিত্র দরবার শরীফে আসেন এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নিকট সমস্ত ঘটনা বর্ণনা করেন এবং দোয়া চান। উক্ত বিষয় শ্রবণ করে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি উক্ত পীরবোনকে পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার জন্য নিয়ত করতে বলেন এবং পবিত্র দরবার শরীফে অবস্থান করতে বলেন। কিন্তু উনার আহাল উনাকে জোর করে দরবার শরীফ হতে বাসায় নিয়ে যান।

বাসায় যেয়ে তিনি একদিন স্বপ্নে দেখেন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি সম্মানিত খানকা শরীফ উনার মধ্যে অবস্থান মুবারক করছেন। উক্ত পীরবোন তিনিও সেখানে উপস্থিত। উনাকে আরেকজন পীরবোন ধরে রেখেছেন। এমতাবস্থায় সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি একটি কেঁচি দ্বারা উক্ত পীরবোনের কান থেকে কিছু একটা কেটে বের করেন। ফলে উক্ত পীরবোন তিনি ব্যথা অনুভব করেন এবং উনার ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে উঠেও তিনি অনুভব করেন উনার উক্ত কানটি ব্যথা। তবে কিছু সময়ের মধ্যেই সব ব্যাথা দূর হয়ে যায়। এ ঘটনার পর থেকে উনার আর কখনো কান ব্যথা হয়নি এবং তিনি সম্পূর্ণ সুস্থতা লাভ করেন। সুবহানআল্লাহ!

মূলত, সাইয়্যিদাতুনা হযরত উম্মূল উমাম আলাইহাস সালাম তিনি যে কত উঁচু স্তরের ওলীআল্লাহ তা আমাদের সকলের চিন্তা ও কল্পনারও উর্দ্ধে। তবে উনার পবিত্র শান-মান মুবারক উনার সামান্য মেছাল উপরোক্ত ঘটনার মাধ্যমে প্রকাশ পায়। কেননা, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি সরাসরিতো অবশ্যই এমনকি স্বপ্নের মাধ্যমেও উম্মাহকে যাহেরী-বাতেনী সমস্ত প্রকার সুস্থতা দান করে থাকেন এবং সকলের আরজি সমূহ দয়া-ইহসান মুবারক করে পূর্ণ করেন।

মহান আল্লাহ পাক তিনি যেন উনার ছোহবত মুবারকে এসে উনাকে চিনার, বুঝার তাওফীক মুসলিমাহ সকলকে দান করেন। (আমীন)

-আহমদ ত্বলায়াল বুশরা

ছাহিবাতু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম  উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ই’জায শরীফ

ছাহিবাতু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ই’জায শরীফখলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার বিষয়গুলো মহাপবিত্র কুদরত মুবারক উনার অন্তার্ভূক্ত। সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন  নূরে মুজাসসাম হাবীবুল্লাহ  হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংশ্লিষ্ট প্রতিটি বিষয় হচ্ছেন মহাপবিত্র মহাসম্মানিত মু’যিযা শরীফ। মু’যিযা শরীফ ব্যতীত তো সৃষ্টি জগৎ অক্ষম। আর মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের বিষয়গুলি ‘পবিত্র ইজায শরীফ’।

ছাহিবাতু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম  উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ই’জায শরীফ

ছাহিবাতু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ই’জায শরীফ

ছাহিবাতু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম  উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ই’জায শরীফ