ছাহিবাতু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম  উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ই’জায শরীফ

সংখ্যা: ২৯৭তম সংখ্যা | বিভাগ:

খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার বিষয়গুলো মহাপবিত্র কুদরত মুবারক উনার অন্তার্ভূক্ত। সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন  নূরে মুজাসসাম হাবীবুল্লাহ  হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংশ্লিষ্ট প্রতিটি বিষয় হচ্ছেন মহাপবিত্র মহাসম্মানিত মু’যিযা অর্থাৎ ই’জায শরীফ। মু’যিযা অর্থাৎ ই’জায শরীফ ব্যতীত তো সৃষ্টি জগৎ অক্ষম। আর মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের বিষয়গুলিও ‘পবিত্র ই’জায শরীফ’।

হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের দয়া দান ইহসান মুবারক অর্থাৎ উনাদের মহাপবিত্র ইজায শরীফ’ উনার মাধ্যমেই আসমান-জমিন নিরাপত্তা লাভ করছে, রহমত-বরকত-সাকিনা লাভ করছে। মহাপবিত্র ই’জায শরীফ’ ব্যতীত এক মুহুর্তও কায়িনাত স্থায়ী হবে না।

মহাসম্মানিত সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি মহাপবিত্র মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্যতম। তিনি মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব ও মাহবুব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন  নূরে মুজাসসাম হাবীবুল্লাহ  হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হাক্বীক্বী ক্বায়িম-মাক্বাম। উনারই আখাছছুল খাছ বিশেষ শান মুবারক সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। ইনশাআল্লাহ!

 (১১) একজন পীরবোনের ছোট ছেলে জন্মগ্রহণের দিন আল-মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতালে ভর্তি ছিলেন। আনুমানিক দুপুর ২:৩০ মিনিটে আল্ট্রাসোনো করে দেখা যায়, পেটের ভিতরে পানির পরিমাণ কমে গেছে। তখন চিকিৎসকরা বলেন যে, “দ্রুত ব্যবস্থা না নিলে বাচ্চা পানিশূণ্য হয়ে পড়বে এবং বাচ্চার জন্য বের হয়ে আসা কঠিন হয়ে যাবে। কিন্তু এদিকে বাচ্চা হওয়ার তেমন কোন আলামত তখনও যাহির হয়নি। তারপর সে পীরবোনকে স্যালাইন দেয়া হয় এবং সে পীরবোন পবিত্র মীলাদ শরীফ পাঠ করতে থাকেন। এর মধ্যে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু তখনও বাচ্চা হওয়ার তেমন কোন আলামত যাহির হয়নি। সন্ধ্যার পরে পীরবোনকে প্রসূতির কক্ষে নিয়ে যাওয়া হয়। সার্বিক অবস্থা পর্যবেক্ষণে আনুমানিক ০৭:৩০ -এ চিকিৎসক এসে বলেন, “অনেক অপেক্ষা করা হয়েছে, আর আধাঘন্টা অপেক্ষা করা হবে। এর মধ্যে যদি বাচ্চা না হয়, তাহলে অস্ত্রোপচার করতে হবে। না হলে বাচ্চা, মা কাউকে বাঁচানো সম্ভব হবে না। শুরু থেকে সমস্ত অবস্থাই সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে জানানো হলো, তখন তিনি বলেন যে, হুজরা শরীফে পানির বোতল পাঠানোর জন্য এবং পড়া পানি খাওয়ার জন্য। এদিকে পীরবোন ধীরে ধীরে দূর্বল হয়ে যাচ্ছিলেন। তারপর যখন সেই পড়া-পানি হুজরা শরীফ থেকে আসে, সেই পানি তিনবার অল্প অল্প করে মুখে দেয়ার কিছুক্ষণের মধ্যে তেমন কোন প্রসব ব্যাথা ছাড়াই স্বাভাবিকভাবেই শিশু সন্তান জন্ম নেয়। স্বাভাবিকভাবে হওয়ার পর দেখা যায়, শিশু সন্তানটির গলায় দুইটি নার পেঁচানো। শিশু সন্তানরা স্বাভাবিকভাবে হতে হলে যাদের ক্ষেত্রে এরকম সমস্যা দেখা যায়, তাদের সাধারণত অস্ত্রোপচার হয়। কিন্তু সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক উসীলায় এই কঠিন বিষয়টি সহজ হয়ে যায় এবং মা-বাচ্চা উভয়ই পরিপূর্ণ সুস্থতা লাভ করেন। সুবহানাল্লাহ।

মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব মাহবুব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা নারীদেরকে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার ছোহবত মুবারকে এসে যাহির বাতিন সুস্থতা লাভের তাওফীক্ব দান করেন। (আমীন)

– আহমদ ত্বলায়াল বুশরা।

ছাহিবাতু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম  উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ই’জায শরীফ

ছাহিবাতু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ই’জায শরীফখলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার বিষয়গুলো মহাপবিত্র কুদরত মুবারক উনার অন্তার্ভূক্ত। সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন  নূরে মুজাসসাম হাবীবুল্লাহ  হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংশ্লিষ্ট প্রতিটি বিষয় হচ্ছেন মহাপবিত্র মহাসম্মানিত মু’যিযা শরীফ। মু’যিযা শরীফ ব্যতীত তো সৃষ্টি জগৎ অক্ষম। আর মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের বিষয়গুলি ‘পবিত্র ইজায শরীফ’।

ছাহিবাতু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম  উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ই’জায শরীফ

ছাহিবাতু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ই’জায শরীফ

ছাহিবাতু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম  উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ই’জায শরীফ