মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাওলানা রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নাম মুবারক উনার পূর্বে ব্যবহৃত “মুহইস সুন্নাহ” লক্বব মুবারক বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-১৯২

সংখ্যা: ২৯৮তম সংখ্যা | বিভাগ:

বিবাহের কতিপয় সুন্নত মুবারক (৪)

ফুলশয্যায় করণীয়:

১. আহলিয়ার ঘরে বা কামরায় প্রবেশ করে তার প্রতি সদয়, সহানুভূতি ও মুহব্বত প্রকাশ করবে। কপালে হাত রেখে বিসমিল্লাহ শরীফ পড়ে বরকতের জন্য এই দোয়া পড়বে-

اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَاَعُوُذُبِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَاجَبَلْتَهَا عَلَيْهِ

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খইরাহা ওয়া খইরা মা জাবালতাহা আলাইহি। ওয়া আঊযুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি।

অর্থ: মহান আল্লাহ পাক! আমি আপনার নিকট আহলিয়া (স্ত্রীর) যাবতীয় কল্যাণ প্রার্থনা করছি এবং যেসকল কল্যাণ দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেসব কল্যাণ ও বরকত প্রার্থনা করছি। আর আপনার নিকট তার অকল্যাণ থেকে পানাহ্ বা আশ্রয় প্রার্থনা করছি। আর যেসকল অকল্যাণ তার মধ্যে সৃষ্টিগতভাবে রয়েছে তা থেকেও পানাহ্ চাচ্ছি। (আবু দাঊদ শরীফ, ইবনে মাজাহ্ শরীফ)

২. আহলিয়ার সাথে উত্তম আচরণ করে বন্ধুত্ব গড়ে তুলবে। খেজুর, দুধ অথবা শরবত পান করে অবশিষ্টটুকু আহলিয়াকে পান করতে দিবে।

৩.অযূ না থাকলে অযূ করতে হবে। অতঃপর দু রাকায়াত নামায আদায় করতে হবে। আহলিয়াকে নামায আদায় করার কথা একবার বলতে হবে। কিন্তু তাকিদ দেয়া যাবে না। কেননা, তিনি মাজূরতার হালতে থাকতে পারেন। যা মুখে বলতে লজ্জাবোধ করবে।

৪. অতঃপর মীলাদ শরীফ পড়তে হবে। তারপর দুজন মিলে দোয়া-মুনাজাত করবে। দোয়া ও মুনাজাতে পরস্পরের হক আদায় করার তাওফিক কামনা করবে। উভয়ের মধ্যে গভীর মুহব্বত পয়দা হওয়া, পর্দা করা, হালাল খাওয়া-পরা, সুন্নত মুয়াফিক জীবন যাপন করা ইত্যাদি বিষয়ে তাওফীক কামনা করতে হবে।

৫. নিজে রাত্রিকালীন পোশাক পরিধান করবে। আহলিয়াকে পরতে সহযোগিতা করতে হবে।

৬. আতর, গোলাপ মাখতে হবে। দুর্গন্ধযুক্ত কোনকিছু থাকলে তা সুগন্ধময় করতে হবে। সবকিছুই পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কেননা, পরিস্কার-পরিচ্ছন্নতা সম্মানিত ঈমান উনার অন্তভুর্ক্ত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমরা তোমাদের পোশাক-পরিচ্ছদ পরিস্কার-পরিচ্ছন্ন রাখো, মাথার চুল পরিপাটি করে, মিসওয়াক করে পবিত্র ও সুসজ্জিত থাকো। কারণ, বনী ইসরাঈলরা একাজগুলো না করার কারণে তাদের আহলিয়া বা স্ত্রীরা পরকিয়া ও ব্যভিচারে লিপ্ত হয়েছিল। নাঊযুবিল্লাহ্! (জামে ছগীর শরীফ)

৭. বিছানায় অতিরিক্ত চাদর ব্যবহার করতে হবে। নির্দিষ্ট রুমাল ও তায়াম্মুমের মাটি হাতের কাছে রেখে দিতে হবে, যেন যথাসময়ে সহজেই পাওয়া যায়। মশারী লাগিয়ে নিবে।

৮. উত্তর দিকে মাথা রেখে শোতে হবে।

৯. আহাল তিনি উনার আহলিয়াকে ডান পার্শে শোয়াবে।

১০. সতর উন্মুক্ত করে কাপড়বিহীন হওয়া যাবেনা। পোশাক খুললে বড় চাদর দিয়ে সমস্ত শরীর ঢেকে নিতে হবে।

মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাওলানা রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নাম মুবারক উনার পূর্বে ব্যবহৃত “মুহইস সুন্নাহ” লক্বব মুবারক বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-১৯১

মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাওলানা রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নাম মুবারক উনার পূর্বে ব্যবহৃত “মুহইস সুন্নাহ” লক্বব মুবারক বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-১৯০

ছাহিবুর রিদ্বওয়ান, আয়ায্যু উম্মাতিন নাবিয়্যি, আ’দালু উম্মাতিন নাবিয়্যি, ছাহিবুত্ তাক্বওয়া, মাহবুবুল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা, ইমাম- রাজারবাগ শরীফ-এর হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর নাম মুবারকের পূর্বে ব্যবহৃত লক্বব বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-৭২

রাজারবাগ শরীফ-এর হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর নাম মুবারকের পূর্বে ব্যবহৃত লক্বব বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-৭৩

মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাওলানা রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নাম মুবারক উনার পূর্বে ব্যবহৃত “মুহইস সুন্নাহ” লক্বব মুবারক বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-১৮৯