মুসলিম পরস্পরের প্রতি হামদরদী থাকা খুবই জরুরী

সংখ্যা: ২৯৮তম সংখ্যা | বিভাগ:

পবিত্র হাদীছ শরীফ উনার মাঝে বর্ণিত রয়েছে, “পবিত্র দ্বীন ইসলাম হচ্ছে অপরের ভাল বা কল্যাণ কামনা করা।”

পবিত্র হাদীছ শরীফ এবং অসংখ্য সীরাত গ্রন্থে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের বলিষ্ঠ ঈমানদীপ্ত আত্মত্যাগের ঘটনা বর্ণনা করা আছে। যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে তা’লীম মুবারক দিয়েছেন।

পবিত্র জিহাদের ময়দানে মূমুর্ষ অবস্থার শেষ স্তরে থাকার পরও হামদরদী হয়ে নিজে পানি পান না করে অপর সহযোদ্ধাদের বা মুসলিম ভাইদের পানি পান করানোর যে মহানুভবতা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা প্রকাশ করেছেন তা ইতিহাসে নজীরবিহীন।

বর্তমান বিশ্বের প্রায় ৩০০ কোটির অধিক মুসলমানদের মাঝে এমন ঈমানদীপ্ত হামদরদী আজ কোথায়?

পবিত্র হাদীছ শরীফ উনার থেকে আমরা জানতে পারি, পৃথিবীর সকল মুসলিম উম্মাহ একটা দেহের মত। দেহের কোনো অংশে আঘাত পেলে যেমন গোটা শরীরে অনুভূত হয় তদ্রুপ বিশ্বের কোনো অঞ্চলের মুসলমানগণ আঘাতপ্রাপ্ত অত্যাচারিত-নির্যাতিত হলে সমগ্র বিশ্বের মুসলমানদের অন্তরে আঘাত লাগার কথা। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য আজ ফিলিস্তিন, কাশ্মীর, আরাকান, আসাম তথা হিন্দুস্থানে মুসলিম উম্মাহর উপর ইহুদী-মুশরিক-নাছারাদের কঠিন অত্যাচার-নির্যাতন, জ্বালাও-পোড়াও, হত্যা-সম্ভ্রমহানির ঘটনায় মুসলিম বিশ্বের যে মূমুর্ষ অবস্থা বিরাজমান, তার প্রতিবাদে সারাবিশ্বের মুসলমানরা গর্জে উঠছে না; ঈমানদীপ্ত আত্মত্যাগে এগিয়ে যাচ্ছেনা। মূলতঃ হাক্বীক্বী নায়েবে নবী ওয়ারাছাতুল আম্বিয়া উনার ছোহবত মুবারক শূন্যতাই মুসলমানদের নির্লিপ্ততার মূল কারণ।

অতএব, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ঈমানদীপ্ত আত্মত্যাগের হামদরদীর আদর্শে জাগাতে হলে অবিলম্বে গোটা মুসলিম উম্মাহকে বর্তমান যামানার মহাসম্মানিত ইমাম ও মুজাদ্দিদ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাদের সুমহান আহ্বানে সাড়া দিতে হবে, উনাদের মুবারক ছোহবত এখতিয়ার করতে হবে। কারণ উনারা বর্তমান উম্মাহর মূমুর্ষ অবস্থায় ফের ছাহাবা রঙ্গে উম্মাহ জাগাচ্ছেন দীপ্ত ঈমানী জজবায়। সুবহানআল্লাহ!

-আহমদ মাশুক মারজান।

ঈমানদীপ্ত সম্মানিত মহিলা হযরত আসমা বিনতু উমাইস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা

ঈমানদীপ্ত সম্মানিত মহিলা

ঈমানদীপ্ত সম্মানিত মহিলা হযরত উম্মে ওয়ারাকা রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা

সন্তান সম্ভবা মায়ের ফযীলত

প্রচলিত হারাম রছম করুন বর্জন, পবিত্র দ্বীন পালনেই কামিয়াবী অর্জন