শিক্ষামূলক জিজ্ঞাসা ও জাওয়াব

সংখ্যা: ২৯৮তম সংখ্যা | বিভাগ:

২৯৬তম সংখ্যার জিজ্ঞাসার জাওয়াব

১। জিজ্ঞাসা: সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার  নিসবতে আযীম মুবারক কত হিজরীর কত তারিখ ও কি বারে অনুষ্ঠিত হয়?

জাওয়াব: ১৪৪৫ হিজরী, ১৯শে শাওওয়াল শরীফ পবিত্র লাইলাতুল ইছনাইন শরীফ (সোমবার)

২। জিজ্ঞাসা: বিশ্ব পর্দা দিবস হিজরী সনের কোন তারিখ?

জাওয়াব: পঞ্চম হিজরী সনের পবিত্র ৮ই যিলক্বদ শরীফ।

৩। জিজ্ঞাসা: ফরয কুরবানী কি এবং এ কুরবানীর ফযীলত কি?

জাওয়াব: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ থেকে কুরবানী করা। কুরবানীদাতা সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক লাভ করবে অর্থাৎ মহান আল্লাহ পাক উনার ও উনার মহাসম্মানিত হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের রেযামন্দি-সন্তুষ্টি মুবারক লাভ করবে। সুবহানাল্লাহ!

২৯৮তম সংখ্যার সুওয়াল

১। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হাযির-নাযির এ ব্যাপারে দলীল কোন আয়াত শরীফ?

২। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইলমে গইবের অধিকারী এর দলীল কোন আয়াত শরীফ?

৩। পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উপলক্ষে ১ দিরহাম খরচ করার ফযীলত কতখানি?

বর্তমান সংখ্যার প্রতিযোগিতার জন্য জিজ্ঞাসাসমূহ

শিক্ষামূলক জিজ্ঞাসা ও জাওয়াব

শিক্ষামূলক জিজ্ঞাসা

শিক্ষামূলক জিজ্ঞাসা